ইউরোপের পাঁচটি ক্লাবে ১৮ বছর খেলে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে গোদো ক্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। রোজারিওতে তার প্রত্যাবর্তনটা হয়ে থাকল অম্লমধুর।
ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব ও রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের খেলা। রাত একটায় ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ আল হিলাল।
অ্যাঞ্জেল ডি মারিয়া- নামটা আর্জেন্টাইন ভক্তদের কাছে রীতিমতো স্মরণীয়, বরণীয়। এই নামটি উঠতেই চোখে ভাসে দারুণ সব অর্জনের কথা। কাতারের মাটিতে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার সোনালী ট্রফি জয়ের অন্যতম রূপকার ছিলেন ডি মারিয়া।